আমার প্রথম পোস্ট প্রতুল মুখোপাধ্যায়ের একটি গান - কলেজজীবন থেকে যা আমার পিছু ছাড়েনি - যে গান আমি আজও গাই...
স্লোগান দিতে গিয়ে
আমি চিনতে শিখি নতুন মানুষজন, স্লোগান,
স্লোগান দিতে গিয়ে
আমি বুঝতে শিখি কে ভাই, কে দুশমন, স্লোগান।
হাট মিটিঙে চোঙা ফুঁকেছি,
গেট মিটিঙে গলা ভেঙেছি,
চিনছি শহরগ্রাম,
স্লোগান দিতে গিয়েই আমি সবার সাথে আমার দাবি
প্রকাশ্যে তুললাম, স্লোগান।
স্লোগান দিতে গিয়ে আমি ভিড়ে গেলাম গানে,
গলায় তেমন সুর খেলে না, হোক বেসুরো পর্দাবদল,
মিলিয়ে দিলাম সবার সাথে মিলিয়ে দিলাম গলা,
ঘুচিয়ে দিয়ে একলষেঁড়ে চলা।
জুটলো যত আমার মত,
ঘরের খেয়ে বনের ধারে, মোষতাড়ানো উলটো স্বভাব,
মোষতাড়ানো সহজ নাকি, মোষের শিঙে মৃত্যু বাঁধা,
তবুও কারা লাল নিশানে উস্কে তাকে চ্যালেঞ্জ ছোঁড়ে,
স্লোগান।
স্লোগান দিতে গিয়ে, আমি বুঝেছি এই সার,
সাবাস যদি দিতেই হবে, সাবাস দেবো তার,
ভাঙছে যারা, ভাঙবে যারা খ্যাপা মোষের ঘাড়।
এটা সত্যই একটা সাবাশ পাবার মতো কাজ, ধন্যবাদ
ReplyDeleteকান্চন রায় চৌধুরি.
পরে খুব ভাল লাগলো । তুমি আরো লেখো
ReplyDeleteশান্তিময & স্বদেশ