Wednesday, May 10, 2006

ছাঁইপাঁশ

কিছু লিখতে ইচ্ছে করছে, হাবিজাবি - যা খুশী - কিন্তু কিছু ভেবে পাচ্ছি নে। সকাল থেকে ডাইনোসরের ছানা সামলে ক্লান্ত...তায় সামনেই বিশ্বকাপ ফুটবল...এদিকে ইউনিভার্সিটিতে কন্ট্রাক্ট শেষ হচ্ছে জুনের ১৫ তারিখ, ভিসাও শেষ হবে ওইদিনই - বাড়বে কি না কিছুই জানি না। পল ওয়াটসন যদিও কনফিডেন্ট, আমি ঘরপোড়া গরু - শিওর হতে পারছি নে। নতুন কন্ট্রাক্ট না হলে কিছুই এসে যায় না - বাড়ি ফিরে যাবো - শুধু দুঃখ থাকবে যে এতদিন যে কষ্ট করলুম পিএইচডির জন্যে, সেটা ফালতু হয়ে যাবে, এখানে হবে না হয়তো - এক যদি না দেশ থেকে ওভারসীজ স্টুডেন্ট হিসেবে করতে দেয়। হাসি পায়, এর পরেও কিছু পাগল কত কিছুই বলেঃ-))

কানে একটা হেডফোন লাগিয়ে দেবব্রত বিশ্বাসের গান শুনছি - রবীন্দ্রসঙ্গীত। প্রায় ৫০০ গান পেয়েছি, আর মনের আনন্দে শুনছিঃ-)

সামনে কম্পিউটারে অ্যাক্সিস ২.০-এর টিউটরিয়াল খোলা - পড়ছি, কিন্তু বুঝছি নে। পল ওয়াটসন ভালো খবর না দিলে মন বসছে না আর...

কাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বেরোবে - মোটামুটি জানা কি হবে - শুধু দেখার ওই যাঁরা কইতেন কত কিছু - যাঁদের জন্যে নির্বাচন কমিশন কত্ত কিছু করলো - আবার একবার গোহারান হেরে তাঁরা কি বলেনঃ-))


No comments:

Post a Comment