Tuesday, June 20, 2006

আমাদের মহান সংবাদমাধ্যম

আহা, খবরের কি মহিমা - আনন্দবাজারের কি মহিমা - বিশ্বকাপের স্পেন-তিউনিসিয়ার খেলার রেজাল্ট বেমালুম বদলে দিলে গো!!!

এখানে গেলে দেখতে পাবেন - অবিশ্যি যদি ঝাড় খেয়ে বদলে না দিয়ে থাকে - "স্পেনকে হারিয়ে চমক তিউনিসিয়ার" - সম্ভবত সাংবাদিক ভদ্রলোক খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলেন, আর রিপোর্ট তো দিতেই হত, তাই এই খবর। আসল ফল অন্যরকম, স্পেন ৩, তিউনিসিয়া ১

ধন্য আনন্দবাজার পত্রিকা।

1 comment:

  1. Anonymous5:40 PM

    হে হে! এদের মাথা দেখি পুরা আউলা!

    ReplyDelete