এ দেশে (মানে ইংল্যাণ্ডে) বাচ্চাগুলো ইস্কুলে যায় চার বছর বয়সে - তখনই পড়তে শেখে, লিখতে আরো পরে। ওয়েলস বা স্কটল্যাণ্ডে আরো রিল্যাক্সড। পরীক্ষা নেই, হোমওয়ার্ক নেই, চাপ নেই। তাতেও সার্ভে বলছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এদেশে চাপ বড় বেশি -
আটই ফেব্রুয়ারীর ইন্ডিপেন্ডেন্টের খবর। ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, আরও বেশি করে কলকাতায় এরকম কথা বললে কি রিয়্যাকশন হত ভাবলে অবাক লাগে। কি ভাবতো শিক্ষা-সংস্কৃতির ধ্বজাধারী আনন্দবাজার? বা ইঁদুর দৌড়ের আসল প্রতিযোগী বাচ্চাগুলোর বাপ-মায়েরা?
ভাবা দরকার। দুই বছরের বাচ্চাকেও ক্লাশে পড়তে দেখেছি। তোতা কাহিনীটা আমাদের আবার তাক থেকে নামিয়ে পড়তে হবে।
ReplyDelete