Thursday, August 17, 2006

স্বপ্ন দেখতে দেখতে...

গত কয়েক দিনের বড় আলোচ্য বিষয় - এয়ারপোর্ট সিকিউরিটি। জল নেওয়া যাবে না, টুথপেস্ট নৈব নৈব চ, বাচ্চার দুধও চেখে দেখাতে হবে, বই-খবরের কাগজ-ল্যাপটপ ভুলে যান ...ইউনিভার্সিটির কফি রুমে এক ডাচ বন্ধু বললো - সব যাত্রীদের ঘুম পাড়িয়ে দিলেই পারে...

আইডিয়াটা মন্দ নয় - বাড়ি যেতে হলে দশ ঘন্টা প্লেনে কাটাতে হয়, অসহ্য। ঘুম পাড়ানি ইঞ্জেকশন নিতে আমি অন্ততঃ খুব রাজি। তার সঙ্গে "কাস্টমাইজড স্বপ্ন" - ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখবেন হাওয়াইয়ের সমুদ্রতটে বসে আছেন, বা এভারেস্টের চুড়োয়...স্বপ্ন শেষ হলেই আপনার গন্তব্যস্থল...বাড়ি। মন্দ কি?

1 comment:

  1. হু, ঠিক, ব্লগস্পট এখন কম আপডেট করা হয়। সামহয়্যারেই লেখা হয় বেশি। তাই পরে ওগুলোকে আবার ইউনিকোডে কনভার্ট করার ঝামেলা।
    তাই আপাতত সামহোয়্যারটাকেই মেইন বলা যায়।

    ReplyDelete