"Now you're telling me
You're not nostalgic
Then give me another word for it
You who are so good with words
And at keeping things vague
Because I need some of that vagueness now
It's all come back too clearly
Yes I loved you dearly
And if you're offering me diamonds and rust
I've already paid"
গানটা বায়েজ লিখেছিলেন ডিলানকে নিয়ে, ডিলান যখন বায়েজকে এড়িয়ে চলতে শুরু করেন তখন বায়েজ বলেছিলেন - "I was heartbroken" - সেটা যে কত গভীর, তা বায়েজের গানটা শুনলে প্রতি লাইনে বোঝা যায়।
বায়েজের প্রতিটা গানই দুর্দান্ত - ওঁর গলার স্বরে একটা অদ্ভুত কিছু রয়েছে যেটা মনের মধ্যে গেঁথে যায়। আরেকটা গানের কথা না বললে বায়েজের গান সম্পর্কে লেখা পুরো হবে না - "Song of Bangladesh" - ১৯৭১ সালের পয়লা আগস্টের "Concert for Bangladesh" নিয়ে আমার এক বন্ধু/ভাই লিখেছে তার ব্লগে, ওকে পাঠিয়েছিলাম বাংলাদেশ নিয়ে বায়েজের এই গানটা...
"Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in the west
Die a million people of the Bangladesh
The story of Bangladesh
Is an ancient one again made fresh
By blind  men who carry out commmands
Which flow out of the laws upon which nation  stands
Which is to sacrifice a people for a land  
Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in  the west
Die a million people of the Bangladesh  
Once again we stand aside
And watch the families crucified
See a  teenage mother's vacant eyes
As she watches her feeble baby try
To fight  the monsoon rains and the cholera flies  
And the students at the university
Asleep at night quite peacefully
The soldiers came and shot them in their beds
And terror took the dorm  awakening shrieks of dread
And silent frozen forms and pillows drenched in  red  
Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in  the west
Die a million people of the Bangladesh  
Did you read about the army officer's plea
For donor's blood? It was  given willingly
By boys who took the needles in their veins
And from  their bodies every drop of blood was drained
No time to comprehend and there  was little pain  
And so the story of Bangladesh
Is an ancient one again made fresh
By  all who carry out commands
Which flow out of the laws upon which nations  stand
Which say to sacrifice a people for a land  
Bangladesh, Bangladesh
Bangladesh, Bangladesh
When the sun sinks in  the west
Die a million people of the Bangladesh"
আজ পঁয়ত্রিশ বছর পরেও ঘটনাগুলো রয়েই গেছে, দেশের নাম বদলে যায়, আক্রমণকারীর পরিচয় বদলে যায় - ঘটনাগুলো একই রয়ে যায়। তাই "Song of Bangladesh" কখনো পুরনো হয় না। বায়েজও তাঁর জায়গায় থেকে যান - ওয়াশিংটন স্কোয়্যারের ভিড়ে যুদ্ধবিরোধী মানুষগুলোর কন্ঠে, আরো অনেক প্রতিবাদী গায়ক-গায়িকার সাথে...
এবং আমাকে এই মুহুর্তে দিওয়ানা - ফিদা - পাগল - যা খুশী বলতে পারেন, একটুও তর্ক করবো না, বায়েজে আমি এতটাই আচ্ছন্ন।
No comments:
Post a Comment