Friday, October 20, 2006

ধাঁধাঁ, মজা, হেঁয়ালি...

কিছুদিন আগে কেউ ইমেলে একটা ধাঁধাঁ পাঠিয়েছিলো - হ্যাকার পাজল - হ্যাকারদের মতন করে চিন্তা করতে হবে। বেশ মজা লেগেছিলো, একটু ভেবেচিন্তে শেষও করে ফেলেছিলুম। এবার আরেকটা পেয়েছি - নিউট্রাল রিডল - আরও কঠিন। সত্তরটা লেভেল আছে, এক লেভেল থেকে অন্য লেভেলে যেতে হলে ব্রাউজারে এইচ টি এম এল পাতার সোর্সটা দেখে ক্লু খুঁজতে হবে। খেলতে হলে লাগবে ব্রাউজার, ইন্টারনেট কানেকশান, গিম্প বা ফোটোশপ জাতীয় ফোটো-এডিটিং সফটওয়্যার, কখনো এক্সিফ-রিডার (exif-reader), এবং একটু ধৈর্য। লেগে পড়ুন। অল দ্য বেস্ট।

আমি আটকে একচল্লিশে।

5 comments:

  1. আমি মনে হয় একটু বোকাসোকা, দুই নাম্বার লেভেলই তো পেরোতে পারলামনা এখনো, ওই কুকুর আর রিমোট কন্ট্রোলের মানে কি?

    ReplyDelete
  2. পেজ সোর্স দেখুন প্রতি পাতায়। সেখানে ক্লু আছে। এখানেওঃ-)

    ReplyDelete
  3. অসংখ্য ধন্যবাদ লেখাটির জন্য। এখানে আমি একটি পোস্ট করেছি এ সম্বন্ধ্যে।

    ReplyDelete
  4. Anonymous10:01 AM

    না রে ভাই, আমি পারছি না। চেষ্টা করলাম।

    ReplyDelete
  5. নিউট্রাল রিডলের সাইটে একটা ফোরাম আছে - সেটা একটু দেখুন। কোন উত্তর দেওয়া নেই, কিন্তু অনেক ক্লু আছে। ফোরামের নিয়ম হল সরাসরি উত্তর দেওয়া যাবে না।

    ReplyDelete