Thursday, March 25, 2010

মডার্ন একুশে আইন

বাল ঠাকুরের আপন দেশে
আইন-কানুন সব্বোনেশে।
সেথায় শুধুই বাহুর বলে
বাল-সেনারা এগিয়ে চলে,

শহর জুড়ে সেনার রাজ -
উদ্ধত তার কুচ-কাওয়াজ!

কেউ যদি তায় খেয়াল বশে
হিন্দি ভাষায় হিসেব কষে,
কিম্বা ধরো, আপন মনে
ভোজপুরি-তে ভজন শোনে,

অমনি সেনা হাজির হয় -
কোতল করার দেখায় ভয়!

যারাই পাক-এর ক্রিকেট দেখে
তাদের ছবি চুলোয় রেখে,
খান পঁচিশেক হুমকি জুড়ে
আগুন জ্বালায় ভর-দুপুরে,

তারপরেতেই দেয় প্রহার -
রাত পেরোলেই গঙ্গা পার!

সেথায় প্রেমে পড়ার আগে
বাল-ঠাকুরের টিকিট লাগে।
পড়লে প্রেমে টিকিট ছাড়া
সেনায় এসে লাগায় তাড়া,

ধরলে পরে বেজায় ক্লেশ -
উল্টো গাধা - লুপ্ত কেশ!

সেথায় যদি গ্রীষ্মে-শীতে
কেউ কথ কয় মাদ্রাজিতে,
অমনি সেনা লাফিয়ে উঠে
দল-বেঁধে যায় সেথায় জুটে,

ইডলি-দোসায় রং গুলে
গিঁট বেঁধে দেয় পরচুলে।

কেউ যদি তায় বিরোধ করে,
সেনায় এসে অমনি ধরে,
বাল-সভাতে দাঁড় করিয়ে
বব-ংচবং মন্ত্র দিয়ে

সামনা থেকে হয় বিচার -
পটল তোলার দন্ড তার!

(I found it on an internet forum - based on a nonsense poem by Sukumar Ray it summarizes the monkey-brigade)

1 comment:

  1. বাল ঠাকুরদেরকে নিয়ে ভালোই মস্করা করেছেন। বাল ঠাকুররেরা বাল ছিঁড়ে বড় বড় আঁটি বেধেছে সেইটা মনে রেখেছেন তো।

    ReplyDelete