গুরুচণ্ডা৯তে রঙ্গন লিখতে শুরু করেন রবার্ট ফিস্কের এই বইটি নিয়ে। বিষয়টা ইন্টারেস্টিং, আমাদের জেনারেশনের দেখা সবচেয়ে বড় কনফ্লিক্ট, এবং এখন আমাদের সকলের জীবনের ওপর এর এফেক্ট রয়েছে - যে কোনদিন আমরা যে কোন জায়গায় একটা বোমার শিকার হতে পারি, বা মহম্মদ হানিফও হতে পারি - মধ্যপ্রাচ্যের এই কনফ্লিক্ট এতটাই ছড়িয়ে পড়েছে এখন। আগ্রহী হয়ে নিজেও বইটা কিনে ফেলে পড়তে শুরু করেছি। সময় পেলে একটু একটু করে লিখবো।
Tuesday, August 28, 2007
Subscribe to:
Posts (Atom)