বেশ ছোটবেলায় কোনও বইয়ে বা অন্য কোথাও হর্নবির ছবি দেখেছিলুম। তখন থেকে মাথায় ছিলো যে ওইটা আমার চাই - কিন্তু ও জিনিস কলকাতায় পাওয়াও যেত না, আর গেলেও কেনার সামর্থ্য ছিলো না। তাপ্পর বড় হয়ে গেলুম, হর্নবি নিয়ে খেলা হল না। ঋক হর্নবি দেখলো, আর পছন্দও করলো। ভাবলুম নিজের ছোটবেলার শখটা ওকে দিয়েই মেটাই। সান্টা ক্লজ এই বড়দিনে ঋককে একটা হর্নবি সেট উপহার দিয়েছে। আম্মো একটু খেলে নিলুম।
How liberals lost the internet | Robert Topinka
3 hours ago


1 comment:
আপনার ব্লাগ সাইট ও লেখাগুলি দেখে খুব ভাল লাগল। বিজ্ঞানী.com টিমের পক্ষ থেকে আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার আমন্ত্রণ করছি। আমরা বাংলা ভাষায় (অবশ্যই ইউনিকোড বাংলায়) বিজ্ঞান ও প্রযুক্তির কথা প্রচার করি।
আমারদের সমন্ধে বিস্তারিত জানুন:
http://biggani.com/
ড. মশিউর রহমান
Post a Comment