Wednesday, February 21, 2007

বাংলা ভাষা উচ্চারিত হলে...

২১শে ফেব্রুয়ারী নিয়ে নতুন করে কিছু লেখার ক্ষমতা আমার নেই। দিনটা মনে করতে চাইছিলাম একটা কবিতা দিয়ে - কার লেখা মনে নেই, ছোটবেলায় গান হিসেবে শুনেছিলাম অজিত পাণ্ডের গলায় -

"বাংলা ভাষা উচ্চারিত হলে
নিকানো উঠোনে ঝরে
লাগে রৌদ্র বারান্দায় জ্যোৎস্নার চন্দন...

বাংলা ভাষা উচ্চারিত হলে
চোখে ভেসে ওঠে
মা আমার দোলনা দুলিয়ে
কাটছেন ঘুমপাড়ানিয়া ছড়া
নানী তাঁর বিষাদসিন্ধু...
রমজানী সাঁঝে ভাজেন ডালের বড়া
...

বাংলা ভাষা উচ্চারিত হলে
চোখে ভেসে ওঠে
একুশের প্রথম প্রভাত ফেরী
একুশে ফেব্রুয়ারী"

অল্প অল্পই মনে আছে। ইন্টারনেটে খোঁজার চেষ্টা করলাম - পাই নি। কার লেখা মনে নেই - শামসুর রহমান কি? হয়তো।

কারো কাছে যদি থাকে কবিতাটা (বা গানটা), দিতে পারবেন?


2 comments:

Anonymous said...

হ্যাঁ, শামসুর রাহমান-ই| নামটাও "বাংলা ভাষা উচ্চারিত হলে", অন্তত আমাদের ক্লাস টেনের পাঠ্যবই-এ এই নাম-ই ছিল| দুঃখিত, আমার কাছেও এখন এর কোনও টেক্সট নেই|আংশিক হলেও কবিতাটি আবার পেয়ে ভাল লাগলো| ধন্যবাদ|

Ragib Hasan said...

অরিজিৎ, বাংলা উইকিপিডিয়াটা একটু দেখবেন কি? http://bn.wikipedia.org । বাংলা ভাষায় নিয়মিত ব্লগিং করেন, এমন সবাইকে ওখানে আহবান জানাচ্ছি।

আর পশ্চিমবঙ্গের বাঙালিদের আসাটা আরো দরকার বেশি, কারণ ওখানে পশ্চিমবঙ্গ সম্পর্কে তথ্য খুবই কম। তাই চলে আসুন, দিনে একটা মিনিট সময় দিন, একটা বাক্য হলেও যোগ করুন। কোনো সমস্যা থাকলে আমাকে জানান http://bn.wikipedia.org/wiki/User_talk:Ragib এই পাতায়।