একটা ছোট্ট খবর (সেই তিরিশের দশকের) দিয়ে যাই - আজকের লাস্ট ডোজ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, ভারতে ইতালিয়ান কনসুলেটের মাধ্যমে মহারাষ্ট্র আর বাংলায় র্যাডিকাল মুভমেন্টগুলোর সাথে যোগাযোগ তৈরী করা শুরু হয়। আইডিয়াটা নতুন নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে জার্মানিও একই জিনিস করেছিলো - উদ্দেশ্য শত্রুপক্ষকে চারদিক থেকে বিব্রত করা।
১৯৩৮ সালের জুন মাস থেকে বম্বের ইতালিয়ান কনসুলেট বেশি বেশি করে ভারতীয় ছাত্র ভর্তি করতে থাকে ইতালিয়ান ভাষার কোর্সগুলোতে - উদ্দেশ্য ছিলো ফ্যাসিস্ট প্রোপাগান্ডা ছড়ানো। এই কাজের দায়িত্ব ছিলো মারিও কারেল্লি বলে একজনের ওপর, যিনি ছিলেন ইনস্টিটিউট ফর মিডল অ্যান্ড ফার ইস্ট (ISMEO) বলে ১৯৩৩ সালে রোমে ফ্যাসিস্ট সরকারি মদতে তৈরী হওয়া একটি সংস্থার সেক্রেটারি ও লাইব্রেরিয়ান।
সেই সময়ে এই ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়া অনেক ছাত্রের মধ্যে একজন বিশেষ ছাত্রের নাম ছিলো মাধব কাশীনাথ দামলে। কারেল্লির কথায়, দামলে মুসোলিনীর ডক্ট্রিন অফ ফ্যাসিজমের মারাঠি অনুবাদও করে ১৯৩৯ সালে - যেটা একটা সিরিজ হিসেবে লোখান্ডি মোর্চা (ইংরিজীতে Iron Front) নামে দামলেরই চালু করা একটা ম্যাগাজিনে ছেপে বেরোয়। শুধু এইটা নয়, আন্তোনিও পাগলিয়ারো বলে একজনের লেখা Fascism against Communism এর মারাঠি অনুবাদও ছেপে বেরোয় এই ম্যাগাজিনে। ১৯৩৯ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা বেশ উগ্র লেখা ছেপে পুলিশের নজরে আসে লোখান্ডি মোর্চা - ম্যাগাজিনটা বন্ধ করতে হয়, জরিমানাও দিতে হয় দামলেকে। সেই সময়ের পুলিশ রিপোর্টে লেখা হয় যে দামলে প্রকাশ্যে ফ্যাসিস্ট আর নাৎসী আদর্শের সমর্থক।
ইতালির সরকারকে দেওয়া ইতালিয়ান কনসালের দেওয়া রিপোর্টে লেখা হয়ঃ
"Di idee fasciste, ha fondato un'organizzazione da lui chiamata 'Iron Guards' prendendo a modello le nostre, ma adattandole alle peculiari condizioni dell'India. Egli e i suoi amici vestivano la camicia nera: le prime camicie nere dell'India. Lo sviluppo di questa organizzazionee stato compromesso dallo scoppio della guerra"
যার ইংরিজী অনুবাদ করলে দাঁড়ায় -
"Holding fascist ideas, he founded an organisation called Iron Guards, modelled on ours, but adapted to Indian peculiar conditions. He and his friends wore the black shirt: India's first black shirts. The development of this organisation was compromised by the outbreak of the war."
ইতালির ফ্যাসিস্ট ব্ল্যাকশার্টদের আদলে ভারতের প্রথম ও একমাত্র ব্ল্যাকশার্ট গোষ্ঠী তৈরীর কৃতিত্ব পুণের চিতপাবন ব্রাহ্মণ, বম্বেনিবাসী এই মাধব কাশীনাথ দামলের।
(নামের আগে জাতিগত পরিচয়টাও কিন্তু এক্ষেত্রে জরুরী। কেন, সেটা এই সিরিজের বিভিন্ন লেখায় বারবার আসবে।)
#ShadowArmiesOfHindutva
সূত্রঃ
(১) Hindutva's Foreign Tie-up in the 1930s: Archival Evidence, Marzia Casolari, Economic & Political Weekly, Vol. 35, Issue 4, 22 Jan 2000
(২) Central State Archives (ACS), Minculpop (Ministry of Popular Culture), 17 bis, cit, report n 2298/St 3, from Italian Consulate, Bombay, October 4, 1939, to the Ministry of Popular Culture.
No comments:
Post a Comment